গ্লোবাল টিভি ছবি
আমিনুল ইসলাম জুয়েল, পাবনা : রোটারি ক্লাব অব পাবনার উদ্যোগে দেড় শতাধিক দুস্থ নারী পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী উচ্চ বিদ্যালয়ে মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোটারিয়ান মাহবুবুল আলম ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান ফরিদুল ইসলাম, এ এইচ এম রেজাউন জুয়েল, খোন্দকার মবিদুর রহমান সেতু, মিজানুর রহমান, মান্নান ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বলেন, ‘সকল ধর্মের মুলমন্ত্র- মানব সেবাই পরম ধর্ম।’ পৃথিবীর বিভিন্ন দেশে রোটারিয়ানরা মানবসেবামূলক কাজ করছে। দেশের দুর্যোগ-দুর্বিপাকে রোটারি ক্লাব এগিয়ে আসছে। সু:খে- দু:খে মানুষের পাশে থেকে কাজ করছে।
শেষে প্রধান অতিথিসহ অন্যরা দুস্থ ব্যক্তিদের হাতে দেড় শতাধিক কম্বল তুলে দেন।