ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

শীতবস্ত্রের খোঁজে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভীড়

শীতবস্ত্রের খোঁজে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভীড়

ছবি: সংগৃহীত

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) : শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় যশোরের শার্শায় ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। গরীব ও নিম্ন আয়ের মানুষ শীতের তীব্রতা থেকে কিছুটা বাঁচতে ভীড় করছেন ফুটপাতের দোকানগুলোতে।

শার্শার নাভারন এবং বেনাপোল বাজারের ফুটপাতের দোকান ও শহরের বড় বড় শপিংমল ঘুরে দেখা যায়, কম খরচে বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, শাল, ট্রাউজার, ফুলহাতা গেঞ্জি ও হুডিসহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে ফুটপাতে। সাইজ অনুযায়ী দামও আলাদা। ১০০-দেড়শ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা দরে শীতের পোশাক মিলছে এসব দোকানে। 

প্রায় সপ্তাহ ধরে তীব্র ঠান্ডায় গরম পোশাকের চাহিদা বেড়ে যাওয়ায় ফুটপাতের দোকান গুলোতে গরম কাপড় বিক্রির ধুম পড়েছে।   ফুটপাতের এসব দোকান ছাড়াও শহরের বড় বড় শপিংমল গুলোতেও গরম কাপড় বিক্রি বেড়েছে। 

তবে চাহিদা থাকায় শীতের পোশাকের দাম এবারও বাড়তি রয়েছে বলে জানান বিক্রেতারা। বড় বড় মার্কেটগুলোতে একটু বেশি দাম হওয়ায় সাধ আর সাধ্যের সমন্বয় করতে বেশিরভাগ ক্রেতাই ফুটপাতের দোকানে একটু বেশি ঝুঁকছেন। দাম বেশি পেয়ে ক্রেতা নাজেহাল হলেও বিক্রি বেশি হওয়ায় খুশি দোকানিরা।

পৌষ মাস শেষ করে চলছে শীতের রাজা মাঘের তান্ডব। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে।