ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ

ছবি: সংগৃহীত

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচন বর্জনের ডাক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। আজ রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সদর উপজেলার কাছাইট বাজার, কাঞ্চনপুরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দ নির্বাচনকে অবৈধ দাবি করে তা বর্জন করতে সকলের প্রতি আহ্বান জানান। 

কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহসভাপতি এডভোকেট শফিকুল ইসলাম,  গোলাম সারোয়ার খোকন, সদর উপজেলা বিএনপির আহাবায়ক জহিরুল ইসলাম ভিপি লিটন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।