ছবি: গ্লোবাল টিভি
রহিদুল কবির, কক্সবাজার: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড় দিন’ কক্সবাজারেওপালন করেছে খ্রিস্টান সম্প্রদায়।
আজ সোমবার সকালে কক্সবাজার শহরের শংকরমাঠস্থ বৈথনিয়া ব্যাপ্টিস্টস্ চার্চে বিশেষ উপাসনা দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বড়দিনের কেক কাটা হয়।
আয়োজকরা জানান, এদিনে বাইবেল পাঠ, ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও নাচ গানও করে থাকেন অনেকে। নির্বিঘ্নে বড়দিন উদযাপনে নিরাপত্তা জোরদারে কাজ করেছে র্যাব।
সকালে এই চার্চে পরিদর্শন করেন র্যাব-১৫ অধিনায়ক এইচ. এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, এই উৎসবকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা জোরদার করেছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না হয়, সেদিকে তাদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রীও বিতরণ করা হয়।