ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

বিএনপি, জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে না: চীফ হুইপ

বিএনপি, জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাস করে না: চীফ হুইপ

ছবি: গ্লোবাল টিভি

এমএ কাইয়ুম, মাদারীপুর: মদারীপুরের শিবচরে প্রতিক বরাদ্দের পর বুধবার (২০ ডিসেম্বর)  সকালে উপজেলার  পাঁচ্চর  ইউনিয়নের  চেয়ারম্যান, দেলোয়ার হাওলাদারের বাড়িতে নির্বাচনী পথসভা করেছেন জাতীয়  সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন। 

এ সময় তিনি বলেন, বিএনপি, জাতীয়  পার্টি  নির্বাচনে  বিশ্বাস করে না, যার কারণে তারা নির্বাচন আসলেই ষড়যন্ত্র করে, কিভাবে গণতন্ত্র ও  সংসদকে ধ্বংস  করা যায়। তারা পেছনের  দরজা দিয়ে ক্ষমতায় এসেছিলো, তারা বাংলাদেশের সংবিধানকে  পরিবর্তন করতে চায়। তারা মনে করেছিলো, তারা নির্বাচনে না আসলে নির্বাচন  হবে না।

তিন বলেন, জনগণের  বিপদে  বিএনপি থাকে না, আওয়ামী লীগই জনগণের পাশে ছিলো, থাকবে।