ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

নাভারনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

নাভারনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

ফাইল ছবি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল আলম (৪০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় নাভারন পুরাতন বাজারের আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল আলম শার্শা উপজেলার বসতপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল আলম সন্ধ্যায় যশোর থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রাক নাভারন পুরাতন বাজারের আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নাভারন হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ পোস্টমর্টেমের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।