ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

শেখ হাসিনা দেশের উন্নয়নের রোল মডেল: এমপি কিরণ

শেখ হাসিনা দেশের উন্নয়নের রোল মডেল: এমপি কিরণ

ছবি: গ্লোবাল টিভি

আবু রায়হান সরকার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরণ। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার উদাত্ত আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আবু তাহের মেম্বার বাড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার,বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক শামসু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনছারী,শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সিদ্দিকী প্রমুখ।