ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

বেনাপোলে যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ

বেনাপোলে যৌতুকের জন্য গৃহবধূ হত্যার অভিযোগ

ছবি: গ্লোবাল টিভি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে যৌতুক দিতে না পারায় স্বামী ও শ্বশুর-শাশুড়ীর নির্যাতনে মারা গেছেন ফাতেমা খাতুন (২৮) নামে এক গৃহবধূ। 

সোমবার বিকালে গৃহবধূ ফাতেমা খাতুনের ঝুলন্ত মরদেহ শ্বশুর বাড়ি কাগমারী গ্রামের আমড়াখালী পাড়া থেকে উদ্ধার করে পুলিশ। 

নিহত ফাতেমা খাতুন বেনাপোল সীমান্তের পোড়াবাড়ী নারায়নপুর গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে।

এ ঘটনায় ফাতেমা খাতুনের স্বামী সালাউদ্দিন, তার শ্বশুর জুলহাস হোসেন ও শ্বাশুড়িসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান স্থানীয় লোকজন। 

এলাকাবাসী ও নিহত ফাতেমা খাতুনের পরিবার জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ফাতেমা খাতুনকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়ত নির্যাতন করতো। ঘটনার রাতে যৌতুকের জন্য ব্যাপক মারধর করলে সে মারা যায়। ঘটনা ধামাচাপা দিতে ফাতেমা খাতুনের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে বাড়ির সকল সদস্য পালিয়ে যায়। বিকালে ফাতেমা খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।