ছবি: গ্লোবাল টিভি
পটুয়াখালী প্রতিনিধিঃ ‘স্মার্ট বাংলাদেশ- স্মার্ট ক্রীড়াঙ্গন’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ধবার জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় ।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, আ ন ম আমিনুল হক মামুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল সরকার প্রমখ।