ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ | ১২ মাঘ ১৪৩১ | ২৪ রজব ১৪৪৬

কোম্পানীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

কোম্পানীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার সকালে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. শাফিকুল ইসলাম ভূইয়া জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নারীসহ ৫ জন নিহত হেছন। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।