ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ

ছবি সংগৃহীত

আবুল খায়ের আশিক, কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে ভোটারদের কাছে ভোট চাইতেই পারছেনা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এমএ কাইয়ুম ভূঁঞা ।

তিনি দেবিদ্বার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের দাবি করে বলেন, স্থানীয় সংসদ সদস্য তার বাসায় ডেকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হুমকি ধমক দিচ্ছেন। নির্বাচনের প্রচার-প্রচারণা করতে পারছেন না। চিহ্নিত ছাত্রলীগের কর্মীসহ বহিরাগতরা বারবার হামলা করেছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও সহকারি নির্বাচন কমিশনকে অভিহত করলেও কোন পদক্ষেপ নেয়নি। স্থানীয় প্রশাসনপক্ষপাত আচরণ করছে বলেও অভিযোগ করেন এমএ কাইয়ুম ভূঁঞা । 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী সাইফুল ইসলাম শামীম।

দেবিদ্বার পৌরসভা নির্বাচনে ৮ মেয়রসহ ৯৫জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। দীর্ঘ ২২বছর পর আগামী ১৭ জুলাই দেবিদ্বার পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।