ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

কুষ্টিয়ায় ১৬তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন

কুষ্টিয়ায় ১৬তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। যেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হবে। রোববার দুপুরে শহরের থানা মোড়সংলগ্ন এলাকায় জেলা পরিষদের অস্থায়ী কার্যালয় ভবনে এ কেন্দ্রের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন দুই অতিথি। হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, কুষ্টিয়ায় ভিসা আবেদনকারীদের জন্য এ কেন্দ্র খোলা হয়েছে, যা ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং জনগণের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার এবং এসবিআই ঢাকা শাখার সিইও এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের চিফ অপারেটিং অফিসার  শ্রী সুমন্ত ঘোষ। ভারতের হাইকমিশনার তার আনন্দ প্রকাশ করে বলেছেন, কুষ্টিয়ায় ভিসা আবেদনকারীদের জন্য আরও ভাল সুযোগ-সুবিধাসহ ভিসা আবেদন কেন্দ্র খোলা হয়েছে, যা ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং জনগণের উন্নতির ক্ষেত্রে  একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।
 
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একটি ফরচুন ৫০০ কোম্পানি এবং একটি নেতৃস্থানীয় গ্লোবাল ব্যাংক যা ভারতের হাই কমিশনের পক্ষে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করছে।