ছবি: গ্লোবাল টিভি
রাব্বি আহমেদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে কৃষক লীগের আয়োজনে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাসস্ট্যান্ডে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মাহমুদ হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
মেহেরপুর ২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌর মেয়র আহম্মেদ আলী, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।