ছবি: গ্লোবাল টিভি
এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১১ বছরের ফুটফুটে শিশু ইমন। পাঁচ বছর ধরে দুটি জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছে। বর্তমানে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। সমাজের বিত্তবানরাদের সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ইমন।
ইমন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাঙ্গাপাড়া গ্রামের আশক আলী ছেলে ইমন। সে চতুর্থ শ্রেণী ছাত্র। দীর্ঘ পাঁচ যাবত হার্ট ছিদ্র রোগে ভুগছে সে। ইমনের তার পিতা একজন রাজমিস্ত্রি। প্রতিদিন কাজ করে কোনো মতে সংসার চালান। ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা।
চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। এ জন্য ১ লাখ ২০ হাজার টাকা প্রয়োজন। শিশুটির পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে ইমনের চিকিৎসা করানো যাবে। ইমনের মা বলেন, আমার ছেলে আমার সবকিছু একজন মা হয়ে কিভাবে ছেলেকে মরতে দেখি? সমাজের বিত্তবানরা আছেন, আমার ছেলেকে বাঁচাতে সাহায্য করুন।
ইমনের বাবার সঙ্গে যোগাযোগ: ০১৯৮৪৮৭৮৪৯৩ নম্বরে (বিকাশ)।