ছবি: গ্লোবাল টিভি
আবদুল হাকিম, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি-ঘুমধুম রেজু বরইতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেছেন পার্বত্য মন্ত্রনালয়ে মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অনুষ্ঠানে তিনি ‘শিক্ষার মানউন্নয়ন ও স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের জন্য প্রয়োজনে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করবো’ বলে মন্তব্য করেন মন্ত্রী বীর বাহাদুর।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের কারণে পার্বত্য অঞ্চলে উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আগামী ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশে রূপান্তর হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার বান্দরবানসহ তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ, স্থানীয় ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এ উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আছেন বলে আমাদের এত উন্নয়ন।
মঙ্গলবার ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান এ,কে, এম জাহাঙ্গীর জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা খাইরুল বশর, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এনি মার্মা। উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার ইনচার্জ টান্টু শাহ, ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ সোহাগ রানা।
অনুষ্ঠানে অসহায়দের মাঝে সেলাই মেশিন, কম্বলসহ বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করেন মন্ত্রী।