ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

ব্যবসায় মন্দা: রাউজানে কাপড় ব্যবসায়ীর আত্নহত্যা

ব্যবসায় মন্দা: রাউজানে কাপড় ব্যবসায়ীর আত্নহত্যা

ছবি: গ্লোবাল টিভি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে নিজ শয়নকক্ষে বিষপানে দীপংকর দে (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার রাত এগারটার দিকে উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাধামোহন বিশ্বাস বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহতের ভাই বলরাম দে জানান, সোমবার রাতে তাদের পরিবারের সদস্যরা এক প্রতিবেশীর বাড়িতে নেমন্তন্ন খেতে যায়। ফিরে এসে ভাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, দিপংকর দে কাগতিয়া বাজারের দুলাল চৌধুরী মার্কেটে এস.ডি ক্লথ স্টোর নামে একটি কাপড়ের দোকান চালাতেন। সাম্প্রতিক সময়ে ব্যবসায় মন্দাভাব চলায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গত কয়েকদিন পূর্বেও ট্যাবলেট খেয়ে আরো একবার আত্মহননের চেষ্টা করেন তিনি। তার তুই পুত্র সন্তান রয়েছে।