ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

বরগুনায় মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরগুনায় মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি সংগৃহীত

হিমাদ্রি শেখর কেশব, বরগুনা প্রতিনিধি: বরগুনায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে বরগুনা জেলা মহিলা আওয়ামী লীগ। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপজেলাস্থ কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। 

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা।  এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিগার সুলতানা, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি খালেদা আক্তার সুইটি, সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াসমিন মেরি, জাগো নারীর প্রধান নির্বাহী হোসেনেয়ারা হাসি, পৌর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি কাশপিয়া দেবনাথ, বরগুনা প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিমাদ্রি শেখর কেশবসহ আরও অনেকে। 

প্রধান অতিথি জাহাঙ্গীর কবির বলেন, বরগুনার প্রতিটি আন্দোলন সংগ্রামে মহিলা আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ বলেন, দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তাঁর হাতকে আরও শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করার মাধ্যমে বরগুনার দুটি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেবো ইনশাআল্লাহ। 

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেনেয়ারা চম্পা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে চলে বরগুনার মহিলা আওয়ামী লীগ জেলার সকল মানুষের আস্থার সংগঠনে পরিণত হয়েছে।