ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

মহাসড়কে নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন যুবক

মহাসড়কে নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন যুবক

ছবি: গ্লোবাল টিভি

এমএ কাইয়ুম, মাদারীপুরঃ মাদারীপুরের শিবচরে মহাসড়কের উপর নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে দিলেন এক যুবক। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচ্চর এলাকায়  ঢাকা-ভাঙ্গা বঙ্গবন্ধু মহাসড়কের উপরে এ ঘটনা ঘটে।

আগুন ধরিয়ে দেয়া ওই যুবকের নাম সোহেল শেখ। তিনি শিবচর উপজেলার তালতলা এলাকার আব্দুল গনি শেখের ছেলে।

পরে শিবচরের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের চেষ্টায়  বাইকটি উদ্ধার করে,  ততক্ষণে বাইকটি পুড়ে ছাই। এদিকে এ ঘটনার পর আশপাশে আতঙ্ক  ছড়িয়ে পড়ে। 

বাইকটির মালিক সোহেল শেখ বলেন, নানাবাড়ি টেকের হাটে  যাবার উদ্দেশ্যে টিভিএস অ্যাপাচি  ফোর-ভি মডেলের  বাইকটি নিয়ে নিজ বাড়ি থেকে  রওনা দিই, কিন্তু পথিমধ্যে পাঁচ্চর এলাকায় বাইকটির স্টার্ট  বন্ধ হয়ে যায়।  একাধিক বার চেষ্টা করে ও যখন বাইকটি স্টার্ট দিতে ব্যর্থ হই,  তখন এক প্রকার ক্ষুব্ধ হয়েই নিজের ব্যবহৃত বাইকটিতে আগুন ধরিয়ে দিই। বাইকটি আমি ২ লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি। মহাসড়কে একবার উঠলে  নির্ধারিত স্থান ছাড়া বের হবার কোন সুযোগ নেই। নষ্ট বাইক টি নিয়ে সামনের দিকে ১২ কিলোমিটার পায়ে হেঁটে  গিয়ে মহাসড়ক থেকে বের হতে হবে। এমন পরিস্থিতিতে মনের কষ্টে  এ ঘটনাটি ঘটাই।

সোহেলের ছোটো ভাই রফিকুল জানান, বেশ কয়েকদিন ধরে তার ভাই পারিবারিক কলোহের কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলো।

শিবচর হাইওয়ে থানার ওসি  আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জল  বলেন, আমরা পোড়া বাইকটিকে উদ্ধার করেছি।

এএইচ