ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

পাবনায় শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

পাবনায় শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন

ছবি: গ্লোবাল টিভি

আমিনুল ইসলাম জুয়েল, পাবনা : পাবনার সাঁথিয়ায় শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সাঁথিয়া ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার ক্রীড়া, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা। 
প্রতিযোগিতায় বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীরা অংশগ্রহণ করেন।  

উপজেলা শিক্ষা শিক্ষা অফিসার হেলাল উদ্দিন জানান, মোট ৫৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশ নেবে। 
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 

এএইচ