ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

হিলি সীমান্তে বিএসএফেরর গুলিতে নিহত যুবকের লাশ পায়নি পরিবার

হিলি সীমান্তে বিএসএফেরর গুলিতে নিহত যুবকের লাশ পায়নি পরিবার

ফাইল ছবি

মো.লুৎফর রহমান, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে শাহাবুল ইসলাম বাবু (২৩) নামের এক বাংলাদেশী নিহতের  লাশ পায়নি পরিবার। লাশের অপেক্ষায় বাবা, মা-স্ত্রীসহ স্বজনরা। অন্যদিকে সীমান্তে বিজিবির ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছেন না জয়পুরহাট ২০-বিজিবির অধিনায়ক লে.ক. রফিকুল ইসলাম।

শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিলি সীমান্তের ২৮৫ /২৫নং সাব পিলার থেকে ১৫০-২০০ গজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত শাহাবুল হোসেন (২৩) হাকিমপুর উপজেলার ফকিরপাড়া  এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ভারত অভ্যন্তরে দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে ভারত অভ্যন্তরে বিএসএফ শাহাবুলকে গুলি করে হত্য করেছে। এরপর গ্রামবাসী বিজিবি হিলি সিপি ক্যাম্পে একাধিকবার যোগাযোগ করে। কিন্তু তারা কোন কিছু বলতে  চাচ্ছে না।

নিহতের পিতা আবুল হোসেন বলেন, আমার ছেলেকে বিএসএফ গুলি করে হত্যা করেছে, এমন খবর পেয়ে রাত থেকেই বিজিবির সাথে যোগাযোগ করে আমার ছেলে দাবী করে আবেদন জমা দিয়েছি। কিন্তু বিজিবি লাশ না নেয়ায় ছেলের লাশ ভারতে পুলিশের হেফাজতে পড়ে আছে। আমার ছেলের লাশ দেশে ফিরে আনতে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

নিহতের স্ত্রী বাবলী বলেন, শুক্রবার সন্ধ্যায় মেয়ের খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাত ১০ টার দিকে প্রতিবেশীরা জানান, আমার স্বামীকে বিএসএফ হত্যা করেছে।    

পতাকা বৈঠকের বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে লাশের বিষয়ে বিএসএফের সাথে আমাদের কোন বৈঠক হয়নি। প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা বৈঠক করেছি। যেহেতু ঘটনাটি  ভারত অভ্যন্তরের তাই এ বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই। সেই সাথে বিএসএফ এ বিষয়ে কিছু অবগত করেনি।

এএইচ