ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

দোয়ারাবাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা

দোয়ারাবাজারে মাদক, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা

ছবি: গ্লোবাল টিভি

এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক, বাল্য বিবাহ, নারী শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোচক ওসি দেব দুলাল ধর বক্তব্যে বলেন, সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। 

সোমবার দুপুরে উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে বিরোধী আলোচনা সভার অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অসীম মোদক সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর। 

তিনি জনসাধারণকে যেকোন অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসাসহ পুলিশের সেবা নিতে ৯৯৯ ও থানার মোবাইল ফোনে যোগাযোগ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, এস আই এনামুল হক মিটু, ইউপি সদস্য মোশারফ ফরাজী,আহসান উদ্দিন, হাছান আলী দুঃখ,ইকবাল হোসেন বুলো,তাজুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা এবং পাঁচ শাতাধিক ছাত্র-ছাত্রী।

এএইচ