ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

ঈশ্বরদীতে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

ঈশ্বরদীতে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু

ছবি: গ্লোবাল টিভি

ইয়াছিন আলী শেখ, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় গরু বোঝাই নসিমনের ধাক্কায় সানি নামে চার বছরের আহত শিশু চিকিৎসরত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছে । 

মঙ্গলবার সকালে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানী ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্রে শ্রমিকে আইনুল হকের ছেলে। 

জানা যায়, সপ্তাহের মঙ্গলবার ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গরুর হাট বসে। সকাল থেকে বেপরোয়া গতিতে  ইঞ্জিনচালিত নসিমন-করিমনে চড়িয়ে গরু আনানেয়া  হয়ে থাকে উত্তরাঞ্চলের বৃহৎ গরুর হাটে। 

সকালে অরণকোলা গরুর হাট থেকে গরু বোঝাই নসিমন আসছিল ঈশ্বরদী কৃষি কলেজের সামনে দিয়ে। রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয় নসিমনট। এতে শিশুটি রাস্তায় ছিঁটকে পড়ে মারাত্মক আহত হয়। দ্রুতগতিতে ওই নসিমনটি পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অনেকটা অবনতি হলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 
এএইচ