ছবি: গ্লোবাল টিভি
এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাতের আঁধারে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি ঘুরে কম্বল দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা।
মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি ঘুরে কম্বল বিতরণ করেন তিনি।
ইউএনও ফারজানা প্রিয়াংকা বলেন, রাতে ২৪টি পরিবারের দরজায় ঘুরে ঘুরে কম্বল দিয়েছি। এই শীতে গরিব, দুঃখী মানুষ খুব অসহায়। সবার উচিত এসব অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে এসে দাঁড়ানো।
এসময় উপজেলা ছিলেন দোয়ারাবাজার উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, দোয়ারাবাজার উপজেলার দায়িত্বে থাকা (পাউবো) এর উপসহকারি প্রকৌশলী আবু সায়েম শাফিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন, দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাবের সহসভাপতি এম এ মোতালিব ভুইয়া, ইউপি সদস্য আব্দুল কাদির, রাশিদা বেগম প্রমুখ।
এএইচ