ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ | ৬ জমাদিউস সানি ১৪৪৬

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছবি: গ্লোবাল টিভি

এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমানসাদির (৩৫) নামের এক যুবক মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুর গাও গ্রামে নিজ বাড়ির পাশে সেচ পাম্পের সংযোগ মেরামতের সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাইদুর উরুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

ছোট ভাই বিল্লাল হোসেন জানান, বিদ্যুতের লোডশেডিং চলাকালীন বাড়ির পাশের সেচ পাম্পের সংযোগ তার মেরামত করছিলেন। হঠাৎ করে বিদ্যুৎ চলে আসায় সাইদুর বিদ্যুতায়িত হয়।  

এএইচ