ছবি: গ্লোবাল টিভি
মো. লুৎফর রহমান,হিলি(দিনাজপুর): আজ দিনাজপুরের হিলি ট্রেন ট্রাজেডি দিবস। ১৯৯৫ সালের (১৩ জানুয়ারী) আজকের এই দিনে রাত সাড়ে ৯ টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেনের সাথে বিপরিত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংষর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৩ টি বগী দুমড়ে মুচড়ে যায়।
সরকারী হিসেব মতে এসময় ২৭ জন ট্রেন যাত্রী প্রাণ হারান এবং শতাধিক যাত্রী আহত হন। অনেকেই পঙ্গুত্ব বরণ করেন।
এই মর্মান্তিক ট্রেন দূর্ঘটনায় নিহতদের স্বরণে স্থানীয় রেলওয়ে একতা ক্লাব দিনটিকে প্রতি বছর হিলি ট্রেন ট্রাজেডি দিসব হিসেবে পালন করে আসছে।
রেলওয়ে একতা ক্লাবের সদস্য আনোয়ার হোসেন বলেন, ক্লাবের উদ্দোগে আজ সকালে কালো ব্যাচ ধারণ এবং ট্রেন দুর্ঘটনা এড়াতে ট্রেনে ব্যনার লাগানোসহ বিকেল ৪টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে।
এএইচ