ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

জামানত হারাচ্ছেন নৌকার প্রার্থী

সুরমা ইউপি উপনির্বাচনে বিএনপি নেতা হারুন বিজয়ী

সুরমা ইউপি উপনির্বাচনে বিএনপি নেতা হারুন বিজয়ী

ছবি: গ্লোবাল টিভি

এনামুল কবির মুন্না, ছাতক দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র  প্রার্থী হারুন অর রশিদ (মোটরসাইকেল প্রতীক) বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। 

এই উপনির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন আওয়ামী লীগের নৌকা ও জাপার লাঙলের প্রার্থী

বৃহস্পতিবার ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা সাইফুদ্দীন তাকে বিজয়ী ঘোষণা করেন।

তিনি জানান, উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে  ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র  প্রার্থী হারুন অর রশিদ ৩ হাজার ৯শত ৬১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী খন্দকার মামুনুর রশীদ ২ হাজার ৭শত ৬৭ ভোট ঘোড়া মার্কার প্রার্থী শাহ জামাল ১ হাজার ৩শত ৪৬ ভোট,  আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রাথী তাজুল ইসলাম ৭ শত ৫ ভোট, চশমা প্রতীক নিয়ে হযরত আলী ২ শত ১১ ভোট ও জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন ৫৪ ভোট  পেয়েছেন। 

এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

এএইচ