ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

রংপুরে সিটি নির্বাচনে জাপা প্রার্থী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত

রংপুরে সিটি নির্বাচনে জাপা প্রার্থী দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত

ছবি: সংগৃহীত

রংপুরে সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা টানা দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে রংপুর বিভাগীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং অফিসার আবদুল বাতেন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ২২৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাপার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীক নিয়ে এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে ৩৩ হাজার ৮৮৩ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুত্ফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। ভোট প্রদানের হার ৬৫.৯১ শতাংশ।

সকালে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হন অভিযোগ করে জাপা প্রার্থী মোস্তাফিজার রহমান বলেন, ‘আঙুলের ছাপ না মেলায় প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয় দফায় দিয়েছি। এ কারণে ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে।’ 

এর জবাবে রিটার্নিং অফিসার আবদুল বাতেন সকাল সাড়ে ১০টায় একই কেন্দ্রের সামনে সাংবাদিকদের বলেন, ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন জাপা প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুত্ফা ডালিয়া ভোট চলাকালীন সংবাদমাধ্যমকে বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু হচ্ছে।


এতিকে, নির্বাচনকে কেন্দ্র করে ৪ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকরা বিজিবি পিকআপে হামলা ও অগ্নিসংযোগ করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় সন্ধ্যায় বিজিবির রিকুইজিশন করা একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাত্ক্ষণিক অতিরিক্ত পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ