ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ১০ জ্বিলকদ ১৪৪৫

বরগুনায় বাল্যবিয়ে মুক্ত পৌরসভা বিষয়ে সেমিনার

বরগুনায় বাল্যবিয়ে মুক্ত পৌরসভা বিষয়ে সেমিনার

ছবি: গ্লোবাল টিভি

হিমাদ্রি শেখর কেশব, বরগুনা: বাল্যবিয়ে মুক্ত বরগুনা পৌরসভার অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা সংক্রান্ত এক সেমিনার ১৮ অক্টোবর সোমবার বেলা ১০টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি, বরগুনা থানার ওসি আলী আহম্মেদ, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র হোসনেয়ারা চম্পা।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, এডভোকেট রঞ্জু আরা শিপু, বরগুনা জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, হিন্দু বিবাহ রেজিস্ট্রার গোপাল রায়।

সেমিনারে ‘আর নয় বাল্যবিয়ে’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল।

সেমিনার সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি জেলা শাখা সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু।

এএইচ