ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি ঘোষণা

বাংলা প্রেসক্লাব মিশিগানের নতুন কমিটি ঘোষণা

গ্লোবাল টিভি ছবি

সৈয়দ আসাদুজ্জামান সুহান, মিশিগান, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেস ক্লাব মিশিগান-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ওয়ারেন সিটির একটি হল রুমে বাংলা ১২ মে বাংসরিক সাধারণ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিদায়ী সভাপতি সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্যীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি কামারুজ্জামান হেলালের পরিচালনায় সভায় সভাপতি নির্বাচিত হন খোয়াই সম্পাদক শামীম আহছান ও সাধারণ সম্পাদক ডিবিসি টেলিভিশন ও জাগোনিউজ.২৪-এর প্রতিনিধি আশিক রহমান।

কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহসভাপতি সেলিম আহমদ এবং সহসভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহেল আহমদ, কোষাধ্যক্ষ সোলায়মান আল মাহমুদ এবং প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন।

১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদুল হক, চিন্ময় আচার্যী, কামারুজ্জামান হেলাল, মুজিবুর রহমান শাহীন এবং মৃদুল কান্তি সরকার।

এছাড়াও বাংলা প্রেসক্লাব মিশিগানের সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার, রফিকুল হাসান চৌধুরী তুহিন এবং তাসনিয়া তাবাসসুম আলভী প্রমুখ। 

নবনির্বাচিত কমিটি আগামী ১ জুন দায়িত্বভার গ্রহণ করবে।