ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

আদালতকে হয়রানি: সেলিম প্রধানকে জরিমানা

আদালতকে হয়রানি: সেলিম প্রধানকে জরিমানা

ফাইল ছবি

মো.মনিরুল আলম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে আদালতকে হয়রানি করার অভিযোগে ‘ক্যাসিনো সম্রাট’ ও বিভিন্ন মামলার আসামি সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকালে এই আদেশ দেয়া হয়।

আইনজীবী নাহিম হোসেন জানান, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হন সেলিম প্রধান। কিন্ত দুদকের করা মামলায় ৮ বছরের সাজাভোগের কারণে তার প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন। পরে তিনি আপলি আবেদন করলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখে। পরবর্তিতে নির্বাচন কমিশন ও একজন প্রার্থীর করা আবেদনে চেম্বার অদাালত ওই আদেশের উপর স্থিতাবস্থা জারি করে। যে কারণে নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য হন সেলিম প্রধান। পরে তিনি আপিল করলে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে আদালত। কিন্তু তার আইনজীবী বৃহস্পতিবার শুনানি না করার জন্য লিখিত আবেদন করলে বিচার বিভাগকে হয়রানি করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করে আপিল বিভাগ। 

পরে সেলিম প্রধানের আইনজীবীর আবেদনে ওই অর্থদন্ড কমিয়ে ১০ হাজার টাকা বহাল রাখা হয়। পরবর্তিতে আদালতকে এ ধরনের হয়রানি না করতে তাকে সতর্ক করা হয়েছে।