ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

টাঙ্গাইলে শিশুদের ভ্যাকসিন দেয়া শুরু

টাঙ্গাইলে শিশুদের ভ্যাকসিন দেয়া শুরু

ছবিঃ: গ্লোবাল টিভি

মো.নাজমুল হাসান, টাঙ্গাইল: টাঙ্গাইলে ১০ বছরের নিচে শিশুদেরকে করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। আজ বেলা ১০ টা থেকে শহরের প্রি ক্যাডেট স্কুলে এ ভ্যাকসিন দেয়া হয়। 

জানা যায়, ১২ বছরের নিচে শিশুদের এ ভ্যাকসিন দেয়া হবে। জেলার সকল প্রাইমারি ও বেসরকারি স্কুলে এ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন। 

তিনি বলেন,পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে। সকল পর্যায়ের শিশুদের মাঝে ভ্যাকসিন দেয়া হবে। 

ভ্যাকসিন নিতে আসা তৃতীয় শ্রেণির শতাব্দীর  মা নাসিমা বেগম বলেন, মেয়েরা ভয় পাচ্ছে, তবু টিকা দিচ্ছি। কারণ, শিশুরা নিরাপদ থাকলে ঝুঁকি নিয়ে হলেও দেয়া উচিত। 

এএইচ