ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো কুমিল্লায় ভোটগ্রহণ, চলছে গণনা

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো কুমিল্লায় ভোটগ্রহণ, চলছে গণনা

সংগৃহীত ছবি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর ২৭ ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ৬৪০ ভোট কক্ষে বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে।

কুমিল্লার জেলা প্রশাসক কামরুল ইসলাম বলেন, সার্বিক ভোটের পরিবেশ বেশ ভালো। উৎসবমুখর হচ্ছে। কয়েকটি অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে, তারা ছিলেন বহিরাগত। এ ছাড়া একজন জাল ভোট দেয়ার চেষ্টা করায় তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, এই ১১ জনের মধ্যে বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই বহিরাগতকে সাত দিনের কারাদণ্ড এবং ফরিদা বিদ্যায়ন কেন্দ্রে তিন বহিরাগতকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন এবং সোহেল রানা।

এদিকে ২৩ নম্বর ওয়ার্ডে দিদার হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভোট কার্যক্রমকে ‘প্রভাবিত’ করার অভিযোগে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ নির্বাচনী আচরণ নিশ্চিত করতে আরেক ব্যক্তিকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন।

প্রসঙ্গত, কুমিল্লা সিটির ভোটে এবার মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার: ২,২৯,৯২০ জন (পুরুষ ১,১২,৮২৬; নারী ১,১৭,০৯২ এবং হিজড়া ২)। ওয়ার্ড: ২৭টি সাধারণ, ৯টি সংরক্ষিত। ভোটকেন্দ্রে: ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোট কক্ষে ভোটগ্রহণ হয়েছে। সোয়া দুই লাখের বেশি ভোটারের এ নগরে ভোট নেয়া হয়েছে ইভিএমে। আর এবারই প্রথম সব কেন্দ্র ও ভোট কক্ষে ছিল সিসি ক্যামেরা।

বিরতীহীন ভোটে সকাল ৯টার দিকে মুষলধারে বৃষ্টিতে ভোটারদের কিছু সময়ের জন্য ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএম মেশিনে ক্রুটির কারণে ৪১ মিনিট ভোগগ্রহণ চালিয়ে নেয়া সম্ভব হয়নি। 

এমএস