ছবিঃ সংগৃহীত
আমরা বারবার জিতেছি
সৈয়দা রাশিদা বারী
২৬শে মার্চ আমাদের সেই বিশ্বাস।
একটি সুষ্ঠু গন্তব্যের জন্য বাঙালি যুদ্ধ করেছে।
মোটামুটি যতবার বাধা এসেছে
যতবার শত্রুরা পথ আগলে ধরেছে
যতবার বঙ্গবন্ধুকে খুজে বের করেছে।
আমরা বাঙালি, নিষ্ঠার জাতি
আমাদের মনোবলই একটি সুঠাম শক্তি।
আমরা নিরীহ, তার মানে আমরা ভীরু দুর্বল নই।
আমাদের অঙ্গিকারই একটি বলিষ্ঠ পদক্ষেপ।
আমরা শপথ করলে তা রক্ষা করতেও জানি।
সে প্রমাণ রয়েছে, আমরা কখনো
পরাশক্তির কাছে হার মানি নাই।
আমরা মার খেয়ে মরলেও মারতে জানি।
বিজয় তবু আমরা আনবোই।
ছিলো এই দৃঢ় প্রত্যয়, দৃঢ় মনোবল
আমাদের জন্ম জন্মান্তরের গৌরব।
আমাদের গর্ব, আমরা প্রতিটা ক্ষেত্রেই সফল হয়েছি।
জ্ঞান দিয়ে, ধ্যান দিয়ে জীবন দিয়ে
ঐশ্বর্য দিয়ে যুদ্ধ করে এনেছি নতুন সূর্য।
৫২তে জয় করেছি বাংলা ভাষা
সেই জয়ের মালা পরিয়ে ৭১-এ গড়েছি বাংলাদেশ।
২৬শে মার্চ আমাদের সেই বিশ্বাস।
প্রতিবাদের মুখোমুখি হয়ে
ঝড়ের কবলে ঝড় হয়ে আমরা বারবার জিতেছি।
এএইচ