ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

মেহেরপুরে প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার অভিষেক অনুষ্ঠান

মেহেরপুরে প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার অভিষেক অনুষ্ঠান

ছবিঃ গ্লোবাল টিভি

মেহেরপুর প্রতিনিধি: প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার খুলনা বিভাগীয় কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হলো মেহেরপুরে। এ উপলক্ষে গত শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দুপুরে লেখক-শিল্পীদের অংশগ্রহণে এক জাঁকজমক র‌্যালির মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়। 

প্রায় অর্ধশত লেখক-শিল্পীর অংশগ্রহণে র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ সালাহউদ্দিন আহমেদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন, কবি ও অভিনয়শিল্পী এবিএম সোহেল রশিদ, কবি ও সাংবাদিক আতিক হেলাল, ‘প্রিয়জন’-এর প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন, সভাপাতি রুনা আক্তার স্বপ্না, সাধারণ সম্পদক জহিরুল বিদ্যুৎ, কবি জামান মনির, মোরশেদ সরওয়ার জুয়েল প্রমুখ। 

বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে খুলনা বিভাগীয় সভাপতি সঙ্গীতশিল্পী ফৌজিয়া আফরোজ তুলির সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, বিশেষ আলোচক ছিলেন কবি ও অভিনয়শিল্পী এবিএম সোহেল রশিদ, ‘প্রিয়জন’-এর প্রতিষ্ঠাতা মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আতিক হেলাল, প্রধান উপদেষ্টা মো. আবদুল্লাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, আবদুর রব, কবীর হোসেন তাপস, অশোক চন্দ্র বিশ্বাস, জামান মনির, হাসিনা মমতাজ, ফেরদৌসী নদী, তুষার কান্তি সরকার প্রমুখ। আতিয়া খন্দকার ইতির সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি রুনা আক্তার স্বপ্না। আরো বক্তব্য দেন সাধারণ সম্পদক জহিরুল বিদ্যুৎ, নাজনীন আক্তার, শারমিন নাহার রীটা, মাহমুদা সীমু, মোরশেদ সরওয়ার জুয়েল, জান্নাতুল বাকী ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বিশ্বাস প্রমুখ।

শেষে দুই ঘন্টাব্যাপি ওস্তাদ সালাহউদ্দিন আহমেদের একক সঙ্গীতানুষ্ঠান দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। এর আগে আরো সঙ্গীত পরিবেশন করেন ফারহানা তাসনিম হ্যাপি, রোকসানা রেক্সনাসহ অনেকে। নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী শিল্পীরা।

এএইচ