ঢাকা, বুধবার, ২৬ মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ২৫ রমজান ১৪৪৬

সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

ছবি : সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।

উল্লেখ্য যে, অগ্নিকাণ্ডে পড়া এমভি অভিযান-১০ লঞ্চ থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটিতে রাত ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

এদিকে ঝালকাঠির এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক অবস্থা জানতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঝালকাঠির উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

এমএস