ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২ | ২৬ শাওয়াল ১৪৪৬

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার গোপালনগরে ট্রলি চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রোজা (১০) মৃত্যু হয়েছে। অপর দিকে মেহেরপুর দারুল উলম আহমদিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী আলমঙ্গীর হোসেন মাদ্রাসা থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার পথে শহরের পাবলিক লাইব্রেরী মোড়ে ইজিবাইকের ধাক্কায় মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাংনী উপজেলার গোপাল নগর গ্রামের রোজা তার বাবা মায়ের সাথে মোটর সাইকেল যোগে একই উপজেলার বেড় গ্রামে নানার বাড়ি যাচ্ছিলেন। অন্য একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সকলেই ছিটকে রাস্তার উপর পড়ে গেলে অপর একটি ট্রলি তাদেরকে চাপা দেয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম রোজাকে মৃত ঘোষণা করে।

অপর দিকে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের তৌফিকুল ইসলামের ছেলে আলমঙ্গীর হোসেন মেহেরপুর শহরের দারুল উলম আহমদিয়া মাদ্রাসার আলিম শিক্ষার্থী এবারে এসএসসি/সসমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা আজ সোমবার মাদ্রাসা থেকে বিদায় অনুষ্ঠান শেষে ফেরার পথে শহরের পাবলিক লাইব্রেরীর সামানে ইজি বাইকের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এমএস