ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২ | ১৯ শাওয়াল ১৪৪৬

পিরোজপুরে নৌকার অফিস ভাংচুর, আহত ৭

পিরোজপুরে নৌকার অফিস ভাংচুর, আহত ৭

ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরে বাড়ছে সহিংসতা। তৃতীয় ধাপে জেলার কাউখালী উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। সেই সাথে বাড়ছে সহিংসতাও। 

শনিবার রাতে চিড়াপাড়া ব্রিজ সংলগ্ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মাহমুদ খান খোকনের নির্বাচনী অফিস ভাংচুর ও নৌকার সাত সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জাতীয় পার্টি জেপি মনোনীত সাইকেল মার্কার প্রার্থী বজলুর রহমান নান্নুর সমর্থকদের বিরুদ্ধে। 

কাউখালী থানার ওসি বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে নৌকা ও সাইকেল মার্কার নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময়  নৌকার সাত (০৭) সমর্থক আহত হন। এর মধ্যে তিন জন গুরুতর আহত তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। খবর শুনে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আজ রোববার সকালে ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

এমএস