ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ৮ শাওয়াল ১৪৪৫

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র আয়োজনে মেডিক্যাল ক্যাম্পেইনে গরীব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ভোমরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার কর্তৃক রোগ নির্ণয় করে ৩শ’ রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 

এসময় লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন,সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৎসর ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজিবি। মেডিক্যাল ক্যাম্পেইন তারই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন বিজিবি অধিনায়ক। 

এমএস