ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

পারভীন রেজার দুটি কবিতা

পারভীন রেজার দুটি কবিতা

১. সুখ তাঁরা

আজ বিষের পেয়ালা হাতে
মনে সুরের মঞ্জুরী বাজাই
দুখের আগুন চেপে
সুখের ফুলকি উড়াই।


দিনে দিনে নিভে গেছে
যে দ্বীপ শিখা-
চাইলেই জ্বলে না আর
হৃদয়ে ভরা ব্যাথা।


হয়নি যে ফুল পূজার অঞ্জলী
সে ফুলের ঝরে যাওয়ায়
কি বিরাট দুঃখ জ্বালা-সবাই বুঝবে না
জানে যুগে যুগে দেবদাসী।


নির্বোধ বোঝে না, অধিকার কাকে বলে।
তাইতো নিজের বাগান বিরান করে-
অন্যের বাগানে জল দিয়ে যায়
মন প্রাণ ঢেকে-সব-ই উজার করে।


খসে গেছে কত-সুখ তারা
আকাশের বুক থেকে।

আর কি পাবো আলো
আন্তর কালিমায় কালো।


অংকের সংখ্যা ঠিক ঠাক ছিল,
তবুও সরল অংক গেলো না মিলানো।

 

২. হবে না সুদূর

ওগো উদাস আকাশ-
হাত ছানি দিয়ে ডেকেছো
আমি তোমার সাথে-ই
বেঁধেছি আমার ভাগ্য।


ওগো চঞ্চলা নদী তুমি
এসেছ আমার চোখের সীমানায়
আমি তোমার ধারায় বুঝি
ভাসাই সকল লগ্ন,- ভাসাই অচল চলা’কে।


ওগো পাহাড়, তুমি এ ব্যাথা নিয়ে-
হয়েছো কি এমন বিশাল?
পৃথিবী কেন এত বেদনা বিধুর-
জীবনে আসে না তৃপ্ত দুপুর

জানি মেঘ ভাসে রোদ হাসে
আকাশ কত রুপে নিজেরে সাজায়-
মাটি ও তার মত সবুজ বনানীতে-
সুখ খুঁজে বেড়ায়।


শুধু উদাসী নদীর মতো
আমি রয়ে যাই
বুকে নিয়ে জল রাশি নীরবে হারাই।


তুমি শিউলির ঝরে যাওয়া দেখেছ কভু?
অবেলায় মৃত্তিকায় ঝরে যায়-
যেন এক অভিমানী শুভ্র চাদর
দলে যাও তুলে নাও-সব-ই ইচ্ছে তোমার।

এমএস