ছবি- সংগৃহীত
আনিসুর রহমান : অনাচার, অবিচার, ধর্ষণ ও জঙ্গিবাদে গোটা বিশ্ব যখন আঁধারে নিমজ্জিত প্রায়, তখনই সমাজ থেকে শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠে কবি ও প্রাবন্ধিক মুনীর সিরাজের ‘আঁধারে কনক প্রভা’ কবিতা সমগ্র ।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্বর ব্যঞ্জনের আয়োজনে অনুষ্ঠিত হয় কবি মুনীর সিরাজের কবিতা, আঁধারে কনক প্রভা।
তাঁর কবিতায় উঠে আসে সমাজের সকল অন্যায়, সহিংসতা, ধর্মান্ধতা এবং কূপমন্ডুকতার বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান।
কবি, প্রাবন্ধিক ও কলম সংগ্রামী মুনীর সিরাজ বলেন, কবিতা আবৃত্তির মাধ্যমে শিল্পের শুদ্ধতা পৌঁছে যাক সকল প্রাণে। সমাজের অন্ধকার দূর হয়ে একটি অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সাম্যের মানবিক রাষ্ট্র গঠনই কবি মুনীর সিরাজের মূল লক্ষ্য।
আরকে/জেইউ