ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রতীক ইজাজ-এর কবিতা ‘অভিমন্যু রাত, প্রিয়তমা বন্ধু আমার’

প্রতীক ইজাজ-এর কবিতা ‘অভিমন্যু রাত, প্রিয়তমা বন্ধু আমার’

অভিমন্যু রাত, প্রিয়তমা বন্ধু আমার 

পরপ্রেমে বহু সড়ক ডুবেছে জলে
বহুজন বহুবার ফিরেছে নিরুদ্দেশ
বহুমদ্যপ রাত নেশাবাতিক মানুষকে ফিরিয়েছে খালিহাতে

এ যেন রসনার কারবারি।
কোথায় কোন প্রেম, কোন অহনাবিলাস, কিসে কি যায় আসে তার
সময় সংসার ভুলে এ যেন পরনারী লোভে আকন্ঠ ডুবে থাকা এক মাংসলপশু
কে তাকে ফেরাবে আলোয়, সাধ্য কার
ভুলচোখ লোভাতুর জিব লকলক বাড়ে
পথে পড়ে থাকা রোগা জরাগ্রস্ত মাতাল কুকুরের মতো

আহা, যদি এমন হতো
কোন এক রাত টেনে হিচড়ে বুকের পাজর থেকে কেড়ে নিত ক’খানা হাড়
মধ্যরাতের ঝড়ে ভেঙ্গে চুরমার হতো মুখ দেহপল্লব কৌটার শেষ মরণদাওয়া
যদি সে চিৎকার করতে গিয়ে গলায় আটকে যেত প্রিয়শব্দাবলী

এমন পৌরাণিক এক মধ্যরাতের জন্য রোজ ছেলেটা তাকিয়ে থাকে
সড়কের শেষ আলোর দিকে

অভিমন্যু রাত, প্রিয়তমা বন্ধূ আমার
এমন এক আলোময় স্বপ্নের কাব্য একদিন গাঁথা হবে দেখ!


পিআই/এমএস