ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

সুস্মিতা রায়-এর কবিতা ‘মা আসছে’

সুস্মিতা রায়-এর কবিতা ‘মা আসছে’

ধরণীর পথ সেজেছে আজ কাশফুলে,
নীল আকাশে সাদা মেঘের ভেলা চলে।

বাংলার বাতাস সুবাসিত শিউলির ঘ্রাণে,
মা আসছে, খুশির আমেজ মনে প্রাণে।

শিশির বিন্দু মুক্ত ছড়ায় ঘাসের ডগায়
শরত প্রভাতে মিঠে রোদ্দুর সোনা ঝরায়।

আনন্দ উৎসবে গ্রাম শহরে সবাই মাতুক,
অন্ধকার ঘুচে, সবার মনে আলো ফুটুক।


এমএস