ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

নাজমুন লীনা’র দুটি কবিতা

নাজমুন লীনা’র দুটি কবিতা

শুধু তোমাকে

ঠিক প্রভাতে, তোমার কপাল ছুঁয়ে দিই
রোদের ছুঁতোয় আলতো ঠোঁটে।
আড়মোড়ায় কাটিয়ে দিই,
রাত্রির ধূসর আঁচলে মোড়ানো স্বপ্নের ভাঁজ।

তারপর...
আহ! হারিয়ে তো ফেলো তুমিই আমায়,
বেলা গড়ানোর ব্যতস্তায়!
মিছেমিছি দোষ দিও না আমায়,
তোমার ওই প্রহর গোনার অজুহাতের।

গোধুলী সোনা হলুদ রঙে আমি কেন ফিরি জানো?
নিত্য তোমায় নতুন সাজে দেখতে আমার ভীষণ লাগে!

হা হা হা! বুঝলে এবার?
ক্লান্ত চোখে তোমার রূপে সাঁতার কাটি,
তোমার আলো গায়ে মাখি!

হোক না শ্রাবণ শেষে ভাদ্দরের খিলখিলিয়ে মিষ্টি হাসি,
তবু সব প্রহরে মিশে আছি।

আর...
বলছি ভালোবাসি ভালোবাসি
তোমাকে, শুধু তোমাকেই ভালোবাসি।

 

অপেক্ষার মুক্তি

অখণ্ড প্রতীক্ষায় বেড়েই চলে ভালোবাসার ঋণ,
মেঘলা আকাশ থমকে আছে একলা উদাসীন।
পেন্ডুলামের দোলনকালে অলস নিত্য প্রহর,
অতীত হলো কালের যাপন লাগিয়ে দিলো মোহর।
দিবানিশির হিসেব নিকেশ ছিঁকেয় তোলা থাক,
প্রেমের দাবী স্লোগানমুখর অপেক্ষা মুক্তি পাক।


এনএল/এএইচ/এমএস