ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ৪ শা‘বান ১৪৪৭

শিরোনাম

শিক্ষা উপদেষ্টা

মূল্যবোধের বিকাশের মধ্য দিয়েই উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য পরিমাপ করা উচিত

মূল্যবোধের বিকাশের মধ্য দিয়েই উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য পরিমাপ করা উচিত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা ব্যয় এখনও দেশের বহু মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর জন্য প্রধান প্রতিবন্ধকতা। তাছাড়া শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধের বিকাশের মধ্য দিয়েই উচ্চশিক্ষার প্রকৃত সাফল্য পরিমাপ করা উচিত।

বুধবার (৭ জানুয়ারি) নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তনে তিনি এসব কথা বলেন। এতে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষা কেবল জ্ঞানার্জন নয় বরং এটি সমাজ, গণতন্ত্র ও জনকল্যাণের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। এনএসইউর গ্র্যাজুয়েটরা বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্ব শুধু পেশাগত সাফল্য বা প্রাতিষ্ঠানিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সংকটের সময়েই এর প্রকৃত পরীক্ষা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের প্রসঙ্গ টেনে শিক্ষা উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃশ্যমান ও সাহসী অংশগ্রহণ ছিল। আমি আন্দোলনে শহীদ ও আহত সবার প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে এনএসইইউর ছাত্র শহীদ আবিরকে স্মরণ করছি।