ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ | ১১ মাঘ ১৪৩২ | ৪ শা‘বান ১৪৪৭

শিরোনাম

গ্লোবাল মিউজিকের এ সপ্তাহে থাকছে নববর্ষের বিশেষ আয়োজন

গ্লোবাল মিউজিকের এ সপ্তাহে থাকছে নববর্ষের বিশেষ আয়োজন

গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোন-লাইভ অনুষ্ঠান “গ্লোবাল মিউজিক”-এর এ সপ্তাহে থাকছে তিন দিনব্যাপী নববর্ষের বিশেষ আয়োজন— “গ্লোবাল মিউজিক ফেস্ট”।

এই বিশেষ আয়োজনের প্রথম দিন, ০৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সঙ্গীত পরিবেশন করবেন আরটিভি ইয়ংস্টার সিজন–২-এর প্রথম রানার্সআপ অনিক সূত্রধর ও নুজহাত সাবিহা পুষ্পিতা । ইতোমধ্যেই গ্লোবাল মিউজিকে অনিক সূত্রধর ও রাবেয়া সেতু প্রেমের জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন। রাবেয়া সেতুর অনুপস্থিতিতে এর আগের একটি আয়োজনে অনিক সূত্রধর পুষ্পিতা মিত্রের পিছু নিয়েছিলেন— এবার আরেক পুষ্পিতা আসলে অনিকের ব্যাপারটা কী?

তরুণ প্রজন্মের শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। বুষ্টার এনার্জি বিস্কুট চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৫ এর চ্যাম্পিয়ন পুষ্পিতা ইতি মধ্যেই বিভিন্ন মাধ্যমে তার প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। এবং দূর্বার গতিতে এগিয়ে চলেছেন। এর আগেও বেশ কয়েকবার গ্লোবাল মিউজিকে অংশগ্রহণ করে পেয়েছেন দর্শকদের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন।

দ্বিতীয় দিনের আয়োজনে থাকছেন জনপ্রিয় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর চ্যাম্পিয়ন, মুন্সিগঞ্জের কণ্ঠশিল্পী শফিউল বাদশা। তিনি প্রথম টেলিভিশন লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গ্লোবাল টেলিভিশনের হাত ধরেই। বর্তমানে প্রায় সব টেলিভিশনের মিউজিক্যাল অনুষ্ঠানেই তাকে নিয়মিত দেখা যায়। গ্লোবাল মিউজিকে একাধিকবার অংশগ্রহণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

এই দিন শফিউল বাদশার সঙ্গে জুটি বেঁধে গান পরিবেশন করবেন প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী লাবনী আক্তার। গ্লোবাল মিউজিকে একাধিকবার অংশ নিয়ে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি মূলত বাউল ও লোকগীতি পরিবেশন করেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— “মনের মানুষ জিন্দা থাকে মরে না”, “পথের কাঙ্গাল আমারে বানাইলা”, “আমার আল্লাহ করবে তোমার বিচার” এবং “কি জ্বালা দিয়ে গেলা মোরে”।

এই মহাধামাকা আয়োজনের তৃতীয় দিনে থাকছেন প্রজন্মের জনপ্রিয় ও প্রতিভাবান সঙ্গীতশিল্পী আছিয়া ইসলাম দোলা। চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমেই তিনি জাতীয় পরিমণ্ডলে পরিচিতি পান। তিনি প্রধানত ফোক, পপ ও আধুনিক গানে পারদর্শী। লোকজ ও ফোক গানকে আধুনিক ঢঙে উপস্থাপন করেও দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। তার একাধিক মৌলিক গান ও মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে, যা শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। তিনি ছায়ানট থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।

এই দিন দোলার সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশি আইডল থেকে উঠে আসা কণ্ঠশিল্পী খোকা খান। তিনি “একটা মন” ও “বাওকুমটা বাতাস”-এর মতো জনপ্রিয় গান নতুনভাবে গেয়ে দর্শকদের মন জয় করেছেন। বিভিন্ন টিভি শো, মঞ্চ, কনসার্ট এবং সামাজিক মাধ্যমে গান পরিবেশন করে ব্যস্ত সময় কাটছে তার। দোলা ও খোকা খান—উভয়েই বৃহত্তর রংপুর অঞ্চলের শিল্পী।

এ সপ্তাহের এই মহাধামাকা আয়োজন বরাবরের মতোই সঙ্গীতপ্রিয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো. ইমরান আলী। প্যানেল প্রযোজক হিসেবে রয়েছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সঙ্গে রয়েছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।