ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ পৌষ ১৪৩২ | ১০ রজব ১৪৪৭

শিরোনাম

সিলেটে এএসটি বেভারেজের পরিবেশকদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিলেটে এএসটি বেভারেজের পরিবেশকদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গ্লোব ফার্মাসিউটিক্যাল্স গ্রুপ অব কোম্পানীর অধীনে এএসটি বেভারেজ লিমিটেড-এর উদ্যোগে সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে সিলেট শহরতলীর একটি অভিজাত রিসোর্টে কোম্পানীর ডিলার প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গ্লোব ফার্মাসিউটিকল্যাস গ্রুপ কোম্পানীর কর্নধার, গ্লোবাল টিভি’র চেয়ারম্যান হারুনুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী বছর কোম্পানীকে লাভজনক হিসেবে গড়ে তুলতে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন এবং আমরাও আপনাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে কৃপণতা করব না। কোম্পানীর মুনাফা বৃদ্ধি পেলে আপনাদেরও আয় রোজগার বৃদ্ধি পাবে। সততা ও নিষ্টার সাথে সবাইকে কাজ করে কোম্পানীর উৎপাদন ক্ষমতা বাড়াতে ও বাজারজাত করতে এগিয়ে আসতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আহমদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন কোম্পানীর সেলস ম্যানেজার মাহমুদুর রহমান এবং পরিচালনা করেন এজিএম মুসফিকুর রহিম। এ সময় সিলেট বিভাগের ২৯জন পরিবেশকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।