ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম

সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে: হাসনাত

সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত এবং হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সঙ্গে জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের যেমন নির্বাচনের ম্যান্ডেড রয়েছে, এই সরাকারের জুলাই সনদের ম্যান্ডেড রয়েছে, আবার এই সরকারেরই সংস্কারের ম্যান্ডেড রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। এনসিপি যেই অবস্থান নেবে দিন শেষে সব রাজনৈতিক দল সেই অবস্থান নেবে। আমাদের সঙ্গে তাদেরই জোট হবে যারা সংস্কারের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন এবং ২৪ যে আকাঙ্খার কারণে ঘটেছে, দীর্ঘ দেড় দশকের লড়াইয়ে ক্ষোভের যে বহিঃপ্রকাশ  হিসেবে, রাষ্ট্র, সাংবিধানিক কাঠামোর যে দুর্বলতা, সেগুলো উত্তোরণে যারা আমাদের পাশে আসবে, যারা আমাদের সঙ্গে থাকবে তাদেকে নিয়েই আমাদের জোট হতে পারে।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে ভোলা জেলা পরিষদ হলরুমে এনসিপি জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সমন্বয় সভায় এনসিপির ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখছি, একটা পক্ষ চায়, চুপ্পু (রাস্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু) জুলাই সনদের আদেশ দেবেন। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় তাহলে আমাদের সবার ভালো না নদীতে ডুবে যাওয়া? চুপ্পু জুলাই সার্টিফিকেট দিচ্ছে এটি জুলাই শহীদ পরিবার ও আহতযোদ্ধারা যদি জানে তাহলে তারা সবাই একসঙ্গে আত্মহত্যা করবে। জুলাই সনদ নিয়ে গণভোটের সঙ্গে সঙ্গে এটির আদেশ হতে হবে এবং এই আদেশ অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে।

তিনি আরও বলেন, ইতিহাসের কি নির্মম বাস্তবতা যে বিভিন্ন রাজনৈতিক দল চুপ্পুর হাতে বায়াত হয়ে জুলাইয়ের সনদ নিতে চায়। এর চেয়ে দুঃখজনক ও পরিতাপের বিষয় আরকিছুই হতে পারে না। ফ্যাসিবাদের সুপ্রিম লিডার চুপ্পু হাত থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং অবশ্যই আমাদের সন্দেহ করা উচিত। জুলাই ঘোষণাপত্র দেওয়ার কেবলমাত্র দেওয়ার বৈধ রয়েছে গণঅভুত্থানের। গণঅভুত্থানের মধ্য দিয়ে যেহেতু ড. মুহাম্মদ ইউনুস এসেছেন তিনি এটির আদেশ দিবেন এবং দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে, কোনো অধ্যাদেশ নয় ও প্রজ্ঞাপন নয়।