 
																		গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোন-লাইভ অনুষ্ঠান “গ্লোবাল মিউজিক”-এর এই সপ্তাহের আয়োজনে থাকছে প্রতিষ্ঠিত জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি তরুণ উদীয়মান শিল্পীগণ।
আগামী (৩০ অক্টোবর) বৃহস্পতিবার সঙ্গীত পরিবেশন করবেন ক্লোজআপ তারকা নোলক বাবু। তিনি দেশের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান-এর প্রথম আসরের চ্যাম্পিয়ান। সেই রিয়েলিটি শো-এর মাধ্যমেই সঙ্গীতে খ্যাতি ও পরিচিতি পেয়েছেন এই গায়ক। সেই হিসেবে পেশাদার সঙ্গীতে তার ক্যারিয়ার প্রায় দেড় যুগেরও বেশি। এই দীর্ঘ সময়ে তিনি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন।
কিন্তু এ পর্যন্ত আসতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শুরুতে দারিদ্র্যের কারণে সঙ্গীতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয়নি। তবে তার নিজ এলাকা জামালপুর শিল্পকলা একাডেমি থেকে পরবর্তীতে কিছু সহযোগিতা পেয়েছিলেন। জীবনের একটা সময় ট্রেনে গান গেয়েও উপার্জন করেছেন এই শিল্পী। বর্তমানে দেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় ও পরিচিত একটি নাম নোলক বাবু।
এই দিন নোলকের সাথে সঙ্গীত পরিবেশন করবেন মুনিয়া মুন। মাত্র তিন বছর বয়সে স্থানীয় ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সঙ্গীতের শিক্ষা পেয়েছেন পারিবারিক আবহেই সেরাকণ্ঠ-খ্যাত এ সময়ের প্রতিভাময়ী কণ্ঠশিল্পী মুন। বাবা এবং ফুফুরা আগে থেকেই গান করতেন। তাদের কণ্ঠে শুনে শুনে ক্ষুদে মুনও রপ্ত করে ফেলতেন লাইন থেকে লাইন। পরে দাদুর অনুপ্রেরণায় সঙ্গীতের সেই আকাশছোঁয়া স্বপ্নের ভেলায় ভেসে এগিয়ে চলছেন গাইবান্ধার মেয়ে মুন। ওস্তাদ মতিন-উর-রহমানের কাছে প্রথম হাতেখড়ি পাওয়া মুন অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন সবার পরিচিত মুখ।
গ্লোবাল মিউজিকের এ সপ্তাহের আয়োজনে (৩১ অক্টোবর) শুক্রবারে সঙ্গীত পরিবেশন করবেন নেট দুনিয়ায় এ সময়ের ব্যাপক দর্শক ও শ্রোতাপ্রিয় শিল্পী শিমুল হাসান। লোকসংগীত শিল্পী শিমুল হাসান বর্তমান সময়ের সঙ্গীতাঙ্গনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এক শিল্পী।
তার ব্যাপক জনপ্রিয় গান “বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না” এবং “শিকল বেড়ি ১, ২, ৩” ইতোমধ্যেই সঙ্গীতপ্রেমী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। তিনি মূলত গ্রামবাংলার চিরাচরিত সেই বাউল-ফোক ঘরানার গান গাইতেই বেশি পছন্দ করেন। যে কারণে তার বেশিরভাগ গানই গ্রামগঞ্জে দর্শকপ্রিয়তা পেয়েছে। অডিও রেকর্ডিং ও মিউজিক ভিডিও নির্মাণের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়েও দারুণ ব্যস্ত সময় পার করছেন হালের এই তরুণ লোকসংগীত শিল্পী।
এই দিন শিমুল হাসানের সাথে সঙ্গীত পরিবেশন করবেন তরুণ উদীয়মান শিল্পী সেনিজ। ২০০৯ সালে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তানিশা ইসলাম সেনিজ। পড়াশোনা চালিয়ে যাওয়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে হাজির হয়েছিলেন নতুন গান নিয়ে। আরফিন রুমির সঙ্গে তার ‘প্রাণ বন্ধুয়া’, ইমরানের সঙ্গে ‘একই পথে চল না রে’ এবং একক কণ্ঠে গাওয়া‘শর্ত’সহ কয়েকটি গান শ্রোতারা বেশ পছন্দ করেছেন। গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপনাও করেন তিনি।
আগামী (১ নভেম্বর) শনিবার গ্লোবাল মিউজিকের এই সপ্তাহের আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন মন্টি সিনহা। এই শিল্পী শ্রোতাপ্রিয়তা লাভ করেছেন বৈচিত্র্যময় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। সিলেটের সন্তান মন্টির সঙ্গীত শিক্ষার হাতেখড়ি ছয় বছর বয়সে পিসি সাধনা সিনহার কাছে। এরপর গুরু কৃষ্ণধন সিনহার কাছে দীর্ঘ আট বছর নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীতসহ বিভিন্ন গানের তালিম নেন।
বাংলাদেশ আইডল ২০১৪-এর দ্বিতীয় রানার-আপ মন্টি সিনহা ভারতের জি বাংলা সারেগামাপা ২০১৮ প্রতিযোগিতায়ও জায়গা করে নেন টপ টোয়েন্টিতে। মন্টির সাথে এই দিন সঙ্গীত পরিবেশন করবেন তরুণ উদীয়মান শিল্পী মেঘলা রহমান।
গ্লোবাল মিউজিকের এ সপ্তাহের ধামাকা আয়োজন বরাবরের মতোই সঙ্গীতপ্রিয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো. ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসেবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সঙ্গে আছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।