 
																		গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোনোলাইভ অনুষ্ঠান “গ্লোবাল মিউজিক”-এর এই সপ্তাহে থাকছে ৩ দিনব্যাপী মিষ্টি সুরে হেমন্তের আমেজে লোকগানের উৎসবে বিশেষ আয়োজনে “গ্লোবাল মিউজিক ফেস্ট”।
এই বিশেষ আয়োজনের প্রথম দিন ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবারে সংগীত পরিবেশন করবেন সাব্বির কোরাইশী ও মুক্তা সরকার। বর্তমান সময়ের জনপ্রিয় লোকসংগীত শিল্পী সাব্বির কোরাইশী তরুণ উদীয়মান শিল্পী হিসাবে টেলিভিশন রেটিং পয়েন্টে (টিআরপি) ইতোমধ্যেই দর্শকদের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছেন, এছাড়াও গ্লোবাল টেলিভিশনের ডিজিটাল প্লাটফর্মেও তার দর্শক প্রিয়তা চোখে পড়ার মতো। বৃষ্টি দে-এর সাথে তার একটি লাইভ অনুষ্ঠান গ্লোবাল মিউজিক ফেইসবুক পেইজে ৩ ঘণ্টার পূর্ণাঙ্গ একটি লাইভ অনুষ্ঠান হিসেবে সর্বোচ্চ ভিউস অর্জন করে শীর্ষতালিকায় রয়েছে।
সাব্বির কোরাইশির সাথে এই দিন সংগীত পরিবেশন করবেন মুক্তা সরকার পারিবারিক আবহেই ছোট বেলা থেকেই সংগীত চর্চায় জড়িত মুক্তা সরকার। ৪/৫ বছর বয়স থেকেই গান করেন। সংগীত চর্চায় বিশেষ অনুপ্রেরণা পেয়েছেন তার নানা সিদ্দিক ফকিরের কাছ থেকে। সংগীতের হাতেখড়ি তার বাবা হজরত আলী সরকারের কাছে। পরবর্তীতে তালিম নিয়েছেন আকলিমা বেগম এবং বাউল মাতা আলেয়া বেগমের কাছে। ডিজিটাল প্লাটফর্মে মুক্তা সরবারের গান ব্যাপক ভাবে জনপ্রিয়।
২য় দিনের আয়োজনে থাকছেন বাংলা লোকগানের যুবরাজ খ্যাত সৈয়দ আশিকুর রহমান। সংগীতাঙ্গনে যিনি আশিক নামেই সর্বাধিক পরিচিত ২০০৮ সালে একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে গণমাধ্যমে জায়গা করে নেন আশিক। নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে আশিক নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
জনপ্রিয়তা দেশ থেকে তাঁকে টেনে নিয়ে গেছে বিদেশেও। নতুন প্রজন্মের মধ্যে তিনি অন্যতম শীর্ষ তারকা সংগীতশিল্পী। গ্লোবাল মিউজিক ফেইসবুক পেইজে তার একটি গান অল্প কয়েকদিনেই কয়েক মিলিয়ন এর রেকর্ড পরিমাণ ভিউস অর্জন করেছিল। আশিকের সাথে এই দিন জুটি বাঁধছেন গ্লোবাল প্লাটফর্মের অন্যতম শীর্ষ জনপ্রিয় শিল্পী আয়েশা জেবীন দিপা। প্রজন্মের জনপ্রিয় এই সংগীতশিল্পী একটি রিয়েলিটি শো’র মাধ্যমে শুরু হয়েছিল এই শিল্পীর মিডিয়ার পথ চলা। বিভিন্ন টেলিভিশনে গান পরিবেশন করে ইতোমধ্যে তিনি পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এছাড়াও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর গাওয়া অনেক গান কোটি দর্শকের মন ছুঁয়েছে। ইতোমধ্যে তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন।
এর আগেও গ্লোবাল টেলিভিশনে বেশ কয়েকবার লাইভে অংশগ্রহণ করেছেন তিনি। প্রতিটি লাইভ এ তার গায়কি, পারফরমেন্স, দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। এর প্রমাণ মেলে তার বেশ কয়েকটি গান গ্লোবাল টেলিভিশনের ডিজিটাল প্লাট ফর্মে কয়েক মিলিয়ন ভিউ অর্জন করে রেকর্ড সৃষ্টি করার মধ্য দিয়ে। তার গাওয়া “অকারণে তুলশীর মূলে” গানটি এরই মধ্যে ৭.৯ মিলিয়নের বেশী ভিউজ অর্জন করে গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে শীর্ষ তালিকায় রয়েছে।
এই মহা ধামাকা আয়োজনের ৩য় দিনে থাকছেন প্রজন্মের জনপ্রিয় ও প্রতিভাবান সংগীতশিল্পী খায়রুল ওয়াসি “পারিসা” এবং “চোখ লাল কীসে” এই দুটি গানই তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবেও রেখেছেন সফলতা ও প্রতিভার স্বাক্ষর। চলচ্চিত্র ও নাটকে প্লে ব্যাকও করেছেন তিনি। খায়রুল ওয়াসি, ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতেন মঞ্চে উঠে গান গাইবেন। মায়ের কণ্ঠে গান শুনে এ বাসনা দিন দিন বাড়তে থাকে। সেই থেকে মায়ের কাছেই গানের হাতেখড়ি তার। স্বপ্ন আর সাধনা থাকলে জগতে সবকিছুই সম্ভব। সম্ভব হয়েছে তাঁর ক্ষেত্রেও। খায়রুল ওয়াসির সাথে এই দিন জুটি বাঁধবেন তরুণ উদীয়মান শিল্পী ঝুমুর সিদ্দিকি। ঝুমুর এর আগেও গ্লোবাল মিউজিকে অংশগ্রহণ করে তার সফলতার স্বাক্ষর রেখেছেন।
এ সপ্তাহের মহা ধামাকা আয়োজন বরাবরের মতোই সংগীতপ্রিয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো : ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসাবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সাথে আছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।