ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২ | ৭ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম

গ্লোবাল মিউজিকের এই সপ্তাহে থাকছে বিশেষ পর্বসহ ৩ দিনের জমজমাট আয়োজন

গ্লোবাল মিউজিকের এই সপ্তাহে থাকছে বিশেষ পর্বসহ ৩ দিনের জমজমাট আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গ্লোবাল টেলিভিশনের জনপ্রিয় ফোনলাইভ অনুষ্ঠান ‘গ্লোবাল মিউজিক’-এর এই সপ্তাহের আয়োজনে থাকছে বিশেষ একটি পর্বসহ ৩ দিনের জমজমাট আয়োজন। 

দূর্গাপুজা উপলক্ষ্যে আগামী (২ অক্টোবর) বৃহস্পতিবার বিশেষ আয়োজনে থাকছেন তরুণ উদীয়মান ম্যাজিক বাউলিয়ানা খ্যাত সঙ্গীতশিল্পী নয়ন শীল ও আরটিভি ইয়ংস্টার সিজন-২—এর ২য় রানার্স আপ অংকিতা মল্লিক। এর আগেও গ্লোবাল মিউজিক এ অংশগ্রহণ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন নয়নশীল ও অংকিতা মল্লিক। 

আগামী (৩ অক্টোবর)  শুক্রবার থাকছেন সুমন শিকদার ও মুন মোনালিসা। তরুণ প্রজন্মের শিল্পী সুমন শিকদার মূলত লোকগান ও বাউলগান গেয়ে বেশ পরিচিতি পেয়েছেন। বিভিন্ন বাউল ও সাধক সন্ন্যাসীদের গান তার কণ্ঠে শোনা যায় এবং এর বেশ কিছু গান অনলাইনে বেশ জনপ্রিয়ও হয়েছে। এছাড়াও তিনি পাগলাকানাই ও হোসেনউদ্দীন হোসেন—এর লোকায়ত বাংলার সাধক শিল্পীদের নিয়ে গবেষণামূলক কাজ করছেন এবং তাদেরকে নিয়ে বই লিখেছেন।  সুমন এর আগেও একবার গ্লোবাল মিউজিক এ অংশগ্রহণ করে দর্শকনন্দিত হয়েছেন। আর মুন মোনালিসা গ্লোবাল মিউজিক-এর নতুন তালিকাভুক্ত শিল্পী হিসেবে প্রথমবারের মতো এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে যাচ্ছেন। 

আগামী (৪ অক্টোবর) শনিবার আধুনিক গনের আয়োজন নিয়ে গ্লোবাল মিউজিক পারফর্ম করবেন তরিক মৃধা এবং ইয়াসমিন লাবণ্য। তরুণ প্রতিভাবান সঙ্গীতশিল্পী তরিক মৃধা বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম একজন। ২০১৭ সালের সেরা কন্ঠ প্রতিযোগিতার মাধ্যমে তিনি দেশব্যাপী পরিচিত হয়ে ওঠেন। মূলত তিনি আধুনিক ও লোকগান উভয় ধারায়ই গান করে থাকেন এবং তার গান বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবণ্য ছোট বেলা থেকেই পারিবারিক আবহে সঙ্গীতের দীক্ষা পেয়েছেন। পরবর্তীতে দীর্ঘদিন তালিম নিয়েছেন শ্রদ্ধেয় পান্না আহমেদের কাছে। বহুগুণে গুণান্বিত এই শিল্পী একজন নৃত্যশিল্পীও। বাফা থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে প্রায় ১৩ বছর ভরতনাট্যম শিখেছেন তিনি। সেই সাথে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনাতেও দেখা যায় তাকে। তার বেশ কিছু মৌলিক গানও প্রকাশ পেয়েছে এবং নাটক ও সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি।

গ্লোবাল মিউজিক-এর এ সপ্তাহের ধামাকা আয়োজন বরাবরের মতোই সঙ্গীতপ্রিয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাব বলে আমাদের বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেন গ্লোবাল টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মো: ইমরান আলী এবং প্যানেল প্রযোজক হিসেবে আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহম্মদ মনিরুজ্জামান এবং রফিকুল ইসলাম। সেই সাথে আছে একটি দক্ষ ও অভিজ্ঞ কারিগরি টিম।